Teak wood furniture

সেগুন কাঠের ফার্নিচার

ফার্নিচার শব্দটি উচ্চারিত হবার সাথে সাথেই সেগুন নামটি অবচেতন মনে সামনে আসে। টেকসই এই কাঠের নান্দনিক আসবাবপত্র বর্তমান সময়ে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেগুন কাঠ অত্যন্ত শক্ত; জাদুকরী রঙ,স্থায়ীত্ব ও পানি প্রতিরোধী ক্ষমতার জন্য এটিকে “কাঠের রাজা” বলা হয়।

পচনরোধী বৈশিষ্ট্য ও অত্যধিক শক্ত হবার কারণে শত শত বছর ধরে সেগুন কাঠ জাহাজ , নৌকা ও ট্রেন শিল্পে ব্যবহৃত হয়। অক্ষয় এ কাঠের ফার্নিচার ক্রয়, যোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচিত, যা আপনাকে আভিজাত্যের পাশাপাশি নিশ্চিন্ততা দান করবে। আপনি কী সেগুন কাঠের ফার্নিচার কেনার কথা ভাবছেন? Authentic Furniture, ঢাকা, বাংলাদেশ, আসল সেগুন কাঠের বিশ্বস্ত প্রতিষ্ঠান।

সেগুন গাছ কোথায় জন্মে?

মায়ানমার সেগুন গাছের আদি নিবাস হলেও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশেই এ গাছ জন্মে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে উল্লেখযোগ্য পরিমাণ সেগুন গাছ রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যকভাবে ব্যাপকহারে এ গাছ রোপণ করা হচ্ছে। আমাদের দেশের বাজারে বার্মা ও চট্রগ্রাম সেগুনের চাহিদা বেশী।

সেগুন কাঠের প্রকৃতি

সেগুন কাঠের বৈজ্ঞানিক নাম Tectona Grandis, এটি অতি শক্ত প্রকৃতির ঘন দানাদার কাঠ। সেগুন কাঠের রঙ সোনালী, সময়ের সাথে এ কাঠে রুপালী ধূসর প্যাটিনা তৈরি হলেও তা চারপাশে অতি চমৎকারভাবে মিশে যায় এবং এর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে। প্রাকৃতিক তেল ও রাবারের উপস্থিতি বেশী হবার কারণে সেগুন কাঠ মজবুত, টেকসই এবং পচনশীল নয়।

Nature of teak wood

সেগুন ফার্নিচার চিত্তাকর্ষক ও চিরযৌবনা

সেগুন ফার্নিচার চিত্তাকর্ষক ও চিরযৌবনা। নতুন অবস্থায় এটি সোনালী বর্ণের থাকে,কিছুদিন পর এটি বিলাসবহুল রূপালী-ধূসর রঙ পরিধান করে; অনেক পুরাতন হবার পরও সেগুন কখনো কালো দেখায় না। অর্থাৎ সেগুন প্রাকৃতিকভাবে সুন্দর এবং এর সৌন্দর্য কখনো শেষ হয় না।

Teak Wood (Shegun) Furniture Is Attractive and Ever Young

সেগুন ফার্নিচার শক্ত ও টেকসই

প্রকৃতিতে প্রাপ্ত কাঠগুলোর মধ্যে সেগুন কাঠ সবচেয়ে শক্ত,বৈরি আবহাওয়ায় এ কাঠের গুনাগুণ অপরিবর্তিত থাকে এবং এটি পচনশীল নয়। একই সৌন্দর্য বজায় রেখে কয়েক দশক স্থায়ী হবার কারণে বিশ্বব্যাপি সেগুন ফার্নিচার টেকসই ফার্নিচার হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছে।

Teak furniture is strong and durable

সেগুন কাঠ পচন প্রতিরোধী

সেগুন কাঠে পর্যাপ্ত প্রাকৃতিক তেল এবং রাবার থাকে তাই এটি পচন প্রতিরোধী। দীর্ঘ্য দিন বৃষ্টি ও তুষারে রেখে দিলেও এটি পঁচে যায় না। চরম পচন প্রতিরোধ ক্ষমতা ও স্থায়ীত্বের জন্য এ কাঠ জাহাজ ও নৌকা নির্মাণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Teak wood is rot resistant

সেগুন কীটপতঙ্গ প্রতিরোধী

সেগুন কাঠে পর্যাপ্ত তেলের উপস্থিতি থাকায় এটি উইপোকা, ঘুনপোকা এবং অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধী। আপনি যদি সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করেন তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে কীটপতঙ্গের আক্রমনে এটি নষ্ট হবে না।

সেগুন কাঠে ফাটল ধরেনা

সেগুন কাঠ অত্যধিক শক্ত এবং টেকসই। শত বছরের পর্যবেক্ষণে এটি প্রমাণিত যে বৈরি আবহাওয়া বা অন্য কোন কারণে এ কাঠে ফাটল ধরেনা।

সেগুন ফার্নিচারের রক্ষণাবেক্ষণ খরচ কম

সেগুন ফার্নিচারের রক্ষণাবেক্ষণ খরচ কম বা নেই বললেই চলে। রং অপরিবর্তিত থাকার কারণে এ ফার্নিচারে রঙ বা বার্নিশ করার প্রয়োজন হয় না। সেগুন কাঠে ফাটল ধরেনা তাই নতুন করে মেরামত খরচ লাগে না।

সেগুন আসবাবপত্র কত বছর স্থায়ী হয়?

সাধারণত সেগুন আসবাবপত্র ৬০-৭০ বছর স্থায়ী হয়, সঠিকভাবে যত্ন নিলে এটি আরও বেশী দিন টিকে থাকে। আপনি জেনে অবাক হতে পারেন যে, ব্রিটেনের প্রাচীন পার্কগুলোতে শত বছরের ও বেশি পুরনো সেগুন কাঠের বেঞ্চ রয়েছে।

সেগুন কাঠ কী অনেক দামি?

খালি চোখে সেগুন কাঠকে অনেক দামি মনে হতে পারে, খরচ করা অর্থের তুলনায় সেবা মূল্য বিবেচনায় আনলে এর দাম কমই মনে হবে। অত্যন্ত টেকসই এবং সব আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম সেগুন ফার্নিচার কয়েক দশক পর্যন্ত আপনাকে নিশ্চিন্তে সেবা দিয়ে যাবে। তাই সাময়িক ভাবে ব্যয়বহুল মনে হলেও সেগুন ফার্নিচারে বিনিয়োগ আপনার পুরো জীবনের জন্য স্থায়ী ও যোগ্য বিনিয়োগ।

সেগুন কাঠ চেনার উপায়

আসল সেগুন কাঠ চেনার উপায় কী?এ প্রশ্নটি আমাদের মাথায় ঘুরপাক খায়, কয়েকটি বিষয় লক্ষ্য রাখলেই আপনি সহজে সেগুন কাঠ সনাক্ত করতে পারবেন।

  • আঁশ বিন্যাসঃ সেগুন কাঠের আঁশ বিন্যাস একটু ব্যাতিক্রম ধর্মী । এ কাঠ কাটার পর দীর্ঘ্য, সোজা ও শক্ত প্রকৃতির আঁশ পরিলক্ষিত হয়।
  • রঙঃ উচ্চমানের সেগুন সোনালী-বাদামী রঙের হয়ে থাকে।
  • ঘ্রাণঃ সেগুন কাঠে প্রাকৃতিক তেল থাকে, এই তেল থেকে চামড়ার মতো গন্ধ ছড়ায়। ভালো সেগুনে অধিক মাত্রায় তেল থাকে, যার মানে আপনি সহজেই নাকে ঘ্রাণ পাবেন।
  • ওজনঃ আসল সেগুন খুব শক্ত এবং ওজনে খুব ভারী।
  • পানি পরীক্ষাঃ সেগুন কাঠের উপর পানি ফেললে কাঠ না ভিজে পানি আপনা আপনি গড়িয়ে পড়বে।

উপরের আলোচনায় সেগুন কাঠের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা আপনার জন্য সহায়ক হতে পারে। সেগুন সম্পর্কিত আরও তথ্য জানতে এবং দৃষ্টিনন্দন বিভিন্ন সেগুন ফার্নিচার দেখতে আপনাকে Authentic Furniture, ঢাকা, বাংলাদেশ, এর শোরুমে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। নিন্মোক্ত নাম্বারে ফোন করে আপনি আমাদের প্রতিনিধির সাথে ও কথা বলতে পারেন।

Please Call +8801616665020 +8801616665006 or Visit

Read What Our Customers Say

Authentic Furniture is a place of quality furniture. They have a goodwill of making quality furniture. Price may be a bit costly but you can get better designs here.

Big shop for best & uncommon quality furnishers.actually this shop is famous for high-quality teak wooden furniture creative design attractive to look, easy to clean & maintenance.

It is a great furniture shop, highly expensive & one of the best quality furniture in Dhaka.

Call Now or Fill out the Contact Form
Contact Us
+8801616-665006
Arrow